Site icon suprovatsatkhira.com

দুর্যোগ প্রতিরোধে শ্যামনগরে ১২ হাজার তাল-বীজ বপনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিজস্ব প্রতিনিধি : কাঁচা ও পাকা খাওয়া যায়। পরে ফেলে দেয়া বিচিও খাওয়া যায়। নাম কি তার ? সোজা উত্তর তাল। তালের রস, শীতল বাতাসের জন্য তাল পাখা ও তালগাছও কি কম উপকারী। আর মাটি কামড়ে থাকা শিকড়ও যে রাস্তা বেঁড়িবাঁধ রক্ষায় প্রিয় বন্ধুর মতো সহায্য করে আসছে শত সহস্র বছর ধরে।
সব চেয়ে গুরুত্বপূর্ন খবর হলো বজ্র নিরোধে এই বন্ধু গাছটির খ্যাতি এখন দুনিয়া জুড়ে। প্রাকৃতিক দুর্যোগে বেঁড়িবাঁধ রক্ষা ও বজ্রপাত রোধে শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম উপজেলাব্যাপী ১২ হাজার তাল-বীজ বপন করার সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত বাস্তবায় করতে এই তাল বিজ বপনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ২ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ী বাজারস্থ সিডিও ইয়ুথ টিমের প্রধান কার্যালয় সংলগ্ন উক্ত তাল-বীজ বপনের শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম আতাউল হক দোলন, জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমান, সহকারী বন সংরক্ষক এম.এ হাসান, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হাই সিদ্দিকী, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা সমবায় অফিসার মো. জহুরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. এনামুল ইসলাম, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল, গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল আলম, সিডিওর প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আল ইমরান সহ বেসরকারি সংস্থা সুশীলন, বারসিক, লিডার্স ও ফ্রেন্ডশিপ সহ সিডিওর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version