সেপ্টেম্বর ১৬, ২০২০
দুর্যোগ প্রতিরোধে শ্যামনগরে ১২ হাজার তাল-বীজ বপনের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
নিজস্ব প্রতিনিধি : কাঁচা ও পাকা খাওয়া যায়। পরে ফেলে দেয়া বিচিও খাওয়া যায়। নাম কি তার ? সোজা উত্তর তাল। তালের রস, শীতল বাতাসের জন্য তাল পাখা ও তালগাছও কি কম উপকারী। আর মাটি কামড়ে থাকা শিকড়ও যে রাস্তা বেঁড়িবাঁধ রক্ষায় প্রিয় বন্ধুর মতো সহায্য করে আসছে শত সহস্র বছর ধরে। 8,956,954 total views, 12,704 views today |
|
|
|