সেপ্টেম্বর ২, ২০২০
তালার মাগুরায় আম্পানের ক্ষত কাটিয়ে ওঠার আগেই পান বাজারে ধস
সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধি : আম্পানের ক্ষত কাটিয়ে ওঠার আগেই বাজারে পানের মূল্যে ধস নামায় বিপাকে পড়েছে তালা উপজেলার মাগুরা ইউনিয়নের পান চাষিরা। পান চাষিরা বলছেন, হঠাৎ করে বাজারে পানের দাম কমে যাওয়ায় পরিবার নিয়ে পড়েছে মহা বিপদে। পানের বাজার দর কমে যাওয়ায় এ বছর পান চাষে লাভের পরিবর্তে ব্যাপক লোকসান গুনতে হচ্ছে পান চাষিদের। বারুইপাড়া গ্রামের পান চাষি গোলক দেবনাথ জানান, ‘আগে যে পানের পণ প্রতি ১শ’ ৭০ থেকে ২শ’ ২০ টাকায় বিক্রি হত এখন ওই পান বিক্রি হচ্ছে মাত্র ৪০ থেকে ৬০ টাকায়। এছাড়া যে পান ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হত এখন সেই পান পণ প্রতি ৫ থেকে ১০ টাকায় বিক্রি করতে হিমশিম খাচ্ছে চাষিরা’। 8,610,459 total views, 2,116 views today |
|
|
|