Site icon suprovatsatkhira.com

ঝাউডাঙ্গায় মাঠ পর্যায়ে আলোর ফাঁদ স্থাপন

স্টাফ রিপোর্টার : সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের চাষিদের নিয়ে আলোর ফাঁদ স্থাপন করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এ ফাঁদ স্থাপন করা হয়। ধান ক্ষেতের জন্য যে সব ক্ষতিকারক পোকা-মাকড় ফসল নষ্ট করে, তা দমনের জন্য যে কী ধরনের কীটনাশক প্রয়োগ করতে হয় তা মূলত এ পরীক্ষা থেকে জানা যায়। আলোর ফাঁদ স্থাপনের সময় উপস্থিত ছিলেন কৃষিবিদ এ.ডি.ডি. জনাব জসিমউদ্দীন। তিনি বলেন, এই আলোর ফাঁদ মূলত পোকা-মাকড় চিহ্নিত করার উপায়। চাষি ভাইয়েরা যদি এ উপায় অবলম্বন করে, তা হলে তারা জানতে পারবে ধান ক্ষেতে কি পোকার আক্রমণ করেছে। সে অনুযায়ী তারা জমিতে কীটনাশক প্রয়োগ করতে পারে। এতে তাদের না বুঝে অতিরিক্ত অর্থ নষ্ট হবে না। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জনাব রফিকুল ইসলাম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাহবুবুল আলম, ইউনিয়ন উপ-সহকারী কিরণময় সরকার, মরিয়ম খাতুন, শরমিন আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী আ: রাজ্জাকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সংশ্লিষ্ট চাষিরা উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version