সেপ্টেম্বর ২, ২০২০
জয়নগরে গো-খাদ্যের তীব্র সংকট, বিপাকে গরুর মালিকরা
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : জয়নগর ইউনিয়নে গো-খাদ্যের তীব্র সংকট চলছে। ইরি- বোরো মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে কলারোয়া উপজেলার জয়নগরে বেশিরভাগ বিলে পানি জমে বিচালি পচে যাওয়ায় সংকট সৃষ্টির প্রধন কারন। গো-খাদ্যের মধ্যে অন্যতম খড়। স্থানীয় ভাষায় খড়কে পল বা বিচালি বলা হয়ে থাকে। গবাদি পশুর খাদ্যের এই সংকট দেখা দেয়ায় বিচালির দাম বেড়েছে প্রায় ২ থেকে ৩ গুণ। এছাড়া করোনার প্রভাবে কুরবানি ঈদে লোকসানে গরু বিক্রি না করে লাভের আশায় গরু পালন করে খামারিরা পড়েছে আরও বিপাকে। বেশিরভাগ গরু খামারিরা বলছেন, ঈদে কম দামে গরু বিক্রি না করে লাভের আশায় ধরে রেখে এখন পড়েছি আরও বিপদে। না পারছি গরু বিক্রি করতে না পারছি গরুর খাবার কিনতে। স্থানীয় গরু খামারিরা বলছেন, ‘ইরি মৌসুমে প্রতি কাহন প্রতি বিচালির মূল্য থাকে ২ হাজার থেকে ৩ হাজার টাকা। কিন্তু এবছর বিচালি সংকট দেখা দেওয়ায় সুযোগ সন্ধানী বিচালি ব্যবসায়ীরা বর্তমানে সাড়ে ৬ হাজার থেকে ৭ হাজার টাকায় বিচালি বিক্রি করছেন। 8,629,460 total views, 9,010 views today |
|
|
|