সেপ্টেম্বর ৭, ২০২০
জোর করে বিয়ে করে হয়রানি : প্রতিবাদে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট : খ্রিস্টান ধর্মাবলম্বী লিটন সরকার কর্তৃক সনাতন (হিন্দু) ধর্মের অবিবাহিত ঋতু পর্ণাকে বিয়ে করতে না পেরে মিথ্যা, ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার এবং ভুয়া সংবাদ প্রচারের প্রতিবাদে সোমবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের আব্দুল মোতালেব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মিথ্যা সংবাদ প্রকাশের কারণে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন ও মানসম্মান ক্ষতিগ্রস্ত হওয়া যশোর জেলার কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের ভদ্র দাসের ছেলে উজ্জল কুমার দাস এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উজ্জল কুমার দাস বলেন, সাতক্ষীরা জেলার তালা উপজেলার হরিশ্চন্দ্রকাটি গ্রামের ল²ণ দাসের ছেলে লিটন সরকার (খ্রিস্টান ধর্মাবলম্বী) আত্মীয়তার সূত্রে আমাদের গ্রামে (বড়েঙ্গা) যাতায়াত করত এবং আমার বোনের সাথে সম্পর্ক তৈরি করতে বিভিন্নভাবে চেষ্টা করে। এক পর্যায়ে আমার বোন রাজি না হওয়ায় তাকে কু-প্রস্তাব দেয়। ঘটনাটি লিটন সরকারের অভিভাবকদের (আত্মীয়স্বজন ও পিতা-মাতা) জানালেও তারা কোন পদক্ষেপ নেয়নি। ফলে সে প্রতিশোধ পরায়ণ হয়ে সমাজে আমাদের মর্যাদা ক্ষুন্ন করতে নানাভাবে ষড়যন্ত্র করতে থাকে। বিষয়টি লিটন সরকারের পিতা ল²ণ দাসকে একাধিকবার জানালে তিনি উল্টো আমাদেরকে হুমকি-ধামকি দেন এবং চাঁদা দাবি করেন। বিভিন্ন লোক দিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ারও হুমকি দিচ্ছে। এদিকে, লিটন দাস আমার বোন ঋতু পর্ণাকে স্থানীয় হাজি মোতালেব মহিলা কলেজে আসার পথে একাধিকবার উত্ত্যক্ত করত। গত ৫ আগস্ট ২০২০ তারিখে আমার বোন ঋতু পর্ণাকে খুঁজে না পেয়ে আমার বাবা ভদ্র দাস গত ৬ আগস্ট ২০২০ তারিখে নিজে বাদী হয়ে আমার বোনকে খুঁজে পেতে কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। যার নং-১৮৮। অপরদিকে, লিটন সরকার আমার বোন ঋতু পর্ণাকে ফুসলিয়ে গত ০৫/০৮/২০২০ তারিখে অস্ত্রের মুখে জিম্মি করে একটি বিবাহ রেজিস্ট্রারে স্বাক্ষর করিয়ে নেয় এবং তাকে জোর করে শাখা, সিদুর পরিয়ে পাটকেলঘাটা থানার পুটিখালী দাসপাড়ায় সুকুমার দাসের ছেলে গোপাল দাসের স্ত্রী লতিকা দাসের (লিটনের বোন) জিম্মায় ঘরের একটি গোপন কক্ষে আটকিয়ে রাখে। আমরা আমাদের আত্মীয়স্বজনের বাড়ি ও বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলে আমাদের এক আত্মীয়ের মাধ্যমে পাই যে বোন ঋতু পর্ণাকে আমাদেরই গ্রামের এক বাড়িতে আটকানো আছে। আমার পরিবারের লোকজন কেশবপুর থানার ডিউটি অফিসারকে অবহিত করলে স্থানীয়দের সহযোগিতায় বোনকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করে কেশবপুর থানায় এনে লোকলজ্জা এবং পারিবারিক সম্মান ও বোনের ভবিষ্যৎ চিন্তা করে জিডি প্রত্যাহার করি (নং-২৯০। তিনি লিখি সংবাদ সম্মেলনে আরও বলেন, খ্রিস্টান ধর্মাবলম্বী লিটন সরকার সনাতন (হিন্দু) ধর্মের ঋতু পর্ণাকে বিয়ে করে যখন তার বোনের বাড়িতে আটকিয়ে রাখেন সে সময় ঋতু পর্ণার বাবার বাড়ি থেকে নিয়ে যাওয়া দই ভরি ওজনের (কানের দুল, গলার চেইন, নাকফুল, সোনার চুরি) ২২ (ক্যারট) সোনা ও নগদ টাকা আত্মসাৎ করেছে এবং ঋতু পর্ণাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। এ ঘটনায় তারা যশোর আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন। 8,610,073 total views, 1,730 views today |
|
|
|