Site icon suprovatsatkhira.com

জেলা পরিষদের ৯নং ওয়ার্ডে ৪ জন ও নূরনগর ইউপির ৮নং ওয়ার্ডের ২জন মনোনয়ন পত্র জমা

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে উপ-নির্বাচনে সাতক্ষীরা জেলা পরিষদের ৯নং ওয়ার্ড সদস্যের শূন্য পদে ৪ জন ও ৪নং নুরনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শূন্য পদে ২ জন গতকাল বুধবার শেষ দিনে মনোনয়ন পত্র জমা দেন। জেলা পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য এস এম গোলাম মোস্তফা মুকুল ও নূরনগর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক মারা যাওয়ায় ঐ পদ ২টি শূন্য হয়ে যায়। জেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৬ এর বিধি ১০ (৩) অনুযায়ী জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. নাজমুল কবির এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ (৩) অনুযায়ী শ্যামনগর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. রবিউল ইসলাম পৃথক পৃথক উপ-নির্বাচনের তপশীল ঘোষণা করেছেন। মনোনয়ন দাখিলের শেষ ছিল ২৩ সেপ্টেম্বর বুধবার। জেলা পরিষদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন- (১) মল্লিক ফজলুল হক, (২) স.ম. মাহবুব-ই-এলাহী, (৩) মো. আজিজুর রহমান সোহাগ ও (৪) মাকছুদুর রহমান। নুরনগর ইউনিয়নের ৮নং ইউপি সদস্য পদে মনোনয়ন জমা দেন (১) আলমগীর হোসেন ও (২) নজরুল ইসলাম। মনোনয়ন বাছাইয়ের তারিখ ২৬ সেপ্টেম্বর শনিবার ও ভোট গ্রহণের তারিখ ২০ অক্টোবর মঙ্গলবার। শ্যামনগর উপজেলার ৫টি ইউনিয়ন নিয়ে জেলা পরিষদের ৯নং ওয়ার্ড গঠিত। ইউনিয়ন গুলো ৫নং কৈখালী, ৬নং রমজাননগর, ৪নং নুরনগর, ১নং ভুরুলিয়া ও ৩নং শ্যামনগর সদর ইউনিয়ন। ৫টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও ইউপি সদস্য মোট ৬৫ জন ভোট প্রদান করবেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version