আলী মুক্তাদা হৃদয় : জেলা পরিবেশ রক্ষা কমিটির প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মহসিন হোসেন বাবলুর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা আইনজীবী সমিতির ভবনে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড. এ,বি,এম, সেলিমের সভাপতিত্বে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. অসীম কুমার মন্ডলের পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন অ্যাড. মো. নুরুল আমীন। দোয়া মোনাজাত করেন মো. রাউফুজ্জামান। বক্তব্য রাখেন, অ্যাড. মো. মোস্তফা জামান, অ্যাড. শেখ জুলফিকার আলম শিমুল, অ্যাড. সাইফুল আলম, অ্যাড. কাজী আব্দুল্লাহ আল হাবিব, হাফিজুর রহমান শিমুল, এম, ঈদুজ্জামান ইদ্রিস, অ্যাড. মিজানুর রহমান, অ্যাড. শিহাব মাসউদ, অ্যাড. তোহা কামাল উদ্দিন, অ্যাড. সোহরাব হোসেন বাবলু, অ্যাড. আলমগীর আশরাফ, অ্যাড. সোহরাব হোসাইন, মো. আবু সাইদ, মো. মাসুদুর জামান সুমন, জি,এম মোশাররফ হোসেন, মো. জাহাঙ্গীর হোসেন, অ্যাড. শফিকুল ইসলাম, মো. ইশারাত আলী, মো. হেলাল উদ্দিন, অ্যাড. মো. সালাহ উদ্দিন। নেতৃবৃন্দ বলেন সংগঠনের সাবেক সভাপতি মহসিন হোসেন বাবলুর মৃত্যুতে আমরা শোকাহত। মহসিন হোসেন বাবলু ছিলেন সত্যবাদী, অন্যায়ের প্রতিবাদকারী ও সাহসী সৈনিক। তার নেতৃত্বে সকল উপজেলা কমিটি গঠন করা হয়েছে। তার অনুপস্থিতিতে সংগঠন আরো গতিশীল ও শক্তিশালী করার জন্য সকল উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে পরবর্তী সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সরকারের বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে প্রাণ সায়র খাল খননের জোর দাবি জানান এবং সাতক্ষীরায় রেল লাইন, পর্যটন কর্পোরেশন, পাবলিক বিশ্ববিদ্যালয়, বিমান বন্দর, পূর্ণাঙ্গ ভোমরা স্থলবন্দর, নদী খনন, টেকসই ভেড়ী-বাধ, জলাবদ্ধতা নিরসন সহ নানাবিধ উন্নয়নমুখী কাজের জন্য সরকারের নিকট পর্যাপ্ত বরাদ্দের জোর দাবি জানান।
জেলা পরিবেশ রক্ষা কমিটির উদ্যোগে মহসিন হোসেন বাবলুর স্মরণ সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/