নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার জলাবদ্ধতা নিরসন ও টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড-০২ এর নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় করেছে সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় পানি উন্নয়ন বোর্ড-০২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার এর সাথে সাতক্ষীরাবাসীর প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন ও টেকসই ভেড়ি বাঁধ নির্মাণ বিষয়ে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি.এম নুর ইসলাম, সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, কাজী শওকত হোসেন ময়না, আব্দুর রব ওয়ার্ছি, সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক (অধিকার) মো. কামরুজ্জামান রাসেল, প্রচার সম্পাদক আশরাফুল করিম ধনি, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী, পৌর কাউন্সিলর শেখ শফিক উদ দৌলা সাগর, মো. আমিরুল ইসলাম মুকুল, আমিরুল হক খোকন, আবুল কালাম, আব্দুল গফ্ফার, মো. নুরুল হক, শফি আহমেদ, ছোহরাব বাবু প্রমুখ। এসময় সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জেলার নাগরিকদের পানিবন্দী জীবন থেকে বাঁচাতে দ্রæত পদক্ষেপ গ্রহণের জোর দাবী জানান।
এসময় জলাবদ্ধতা নিরসনে প্রাণসায়ের খাল, বালিথাগেট, কোলকাতা খাল, লাবন্যবতি খাল, ভায়া ভাড়ুখালী খাল হয়ে গাংনীয়া ব্রিজ দিয়ে শাখরা গেট পর্যন্ত পরিদর্শন করে যেখানে যেখানে নেট পাটা বাঁধা বিপত্তি আছে সেগুলো অপসারণের ব্যবস্থা গ্রহণ করার জন্য পরামর্শ দিলে তিনি দেখবেন বলে এগুলো নোট করেন এবং তিনি বলেন, আমরা ডিভিশন ১ এবং ২ মিলে দ্রæত ব্যবস্থা গ্রহণ করবেন বলে নেতৃবৃন্দদের আশ্বাস প্রদান করেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জলবদ্ধতা নিরসন বিষয়ে আরো বলেন, জলাবদ্ধতা নিসনের প্রজেক্ট পাশ হয়েছে। বর্ষার পরপরই কাজ শুরু হবে। এসময় সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।