সেপ্টেম্বর ২৮, ২০২০
জরুরী বিভাগ চালুর দাবিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ চিকিৎসক
ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালুর দাবিতে কর্তব্যরত চিকিৎসকদের প্রায় তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে প্রায় দুপুর ১টা পর্যন্ত এ অবরোধ করেন হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরা। অবরোধকারী ইন্টার্ণ চিকিৎসকরা জানান, ‘মেডিকেল কলেজ হাসপাতাল চালুর কয়েক বছর পেরিয়ে গেছে তবুও এই হাসপাতালে জরুরী বিভাগ চালু করা হয়নি। বিভিন্ন সময়ে নানান অজুহাতে এত বড় একটা হাসপাতালে জরুরী বিভাগ চালু করতে পারেনি কর্তৃপক্ষ। এই হাসপাতালে জরুরী বিভাগ না থাকায় আমরা ইন্টার্ণ চিকিৎসকরা না পারছি প্র্যাকটিস করতে, না পারছি কাজ শিখতে। পাশাপাশি হাসপাতালের সুবিধাও ভোগ করতে পারছেন না জেলার সাধারণ রোগীরা। হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির কারণে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে এখনও জরুরী বিভাগ চালু হয়নি’। অবরুদ্ধের ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম জানান, ‘ইন্টার্ণ চিকিৎসকরা তাকে সহ হাসপাতালের প্রিন্সিপাল ও অন্যান্য চিকিৎসকদের অবরুদ্ধ করে রেখেছিল। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া ইন্টার্ণ চিকিৎসকদের নিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ জনপ্রতিনিধিদের সাথে আগামীকাল দুপুর ১২টার দিকে একটা বৈঠক করার সীদ্ধান্ত নিয়েছেন জেলা প্রশাসক মহোদয়। হাসপাতালে জরুরী বিভাগ চালু করার বিষয়ে বৈঠকে সম্মিলিত সীদ্ধান্ত নেওয়া হবে’। তিনি আরও জানান, ‘হাসপাতালে জরুরী বিভাগ চালু করতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পদ থাকার প্রয়োজন হয়। কিন্তু আমাদের এখানে পদ দেয়া হয়নি বিধায় আমরা জরুরী বিভাগ চালু করতে পারিনি। সম্প্রতি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে ৫শ’ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেয়া হয়েছে। সেখানে জরুরী বিভাগের জন্য একটা পদও সৃষ্টি করা হয়েছে। কিন্তু ডাক্তার নিয়োগের বিষয়ে আমরা এখনও কোন অনুমোদন পায়নি। আশা করছি খুব শীঘ্রই অনুমোদন পাব এবং দ্রæত হাসপাতালের জরুরী বিভাগ চালু করতে পারব’। 8,956,904 total views, 12,654 views today |
|
|
|