Site icon suprovatsatkhira.com

জনপ্রতিনিধিদের সাথে পিস ক্লাব সদস্যদের সংলাপ অনুষ্ঠিত

ঈশ্বরীপুর (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে পিস ক্লাব সদস্যদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে পিস কনসোর্টিয়ামের সহযোগিতায় এ সংলাপ অনুষ্ঠিত হয়। রূপান্তর কর্মী মো: আব্দুল হান্নানের সহযোগিতায় এবং ইউনিয়ন পিস ক্লাব সভাপতি মো: শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি এবং মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান অ্যাড. জি এম শোকর আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডা: মো: আলী আশরাফ, ইউপি সদস্য আব্দুস সোবহান ঢালী। এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যসহ পিস ক্লাব সদস্যবৃন্দ। স্থানীয় জনপ্রতিনিধি ও পিস ক্লাবের সদস্যরা সমাজে শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠা সহ উগ্রপন্থা প্রতিরোধে এলাকায় সচেতনতা সৃষ্টি করতে কয়েকটি পরিকল্পনা হাতে নিয়েছে। এলাকা থেকে উগ্রপন্থা, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, দূর করতে জনপ্রতিনিধিবৃন্দ ও পিসক্লাব সদস্যরা একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধিরা পিসক্লাবের কার্যক্রমকে প্রসারিত করতে জনসচেতনতা বৃদ্ধি করতে বলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version