Site icon suprovatsatkhira.com

গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিভ্রাট: প্রতিবাদে কুলিয়ায় মানববন্ধন

দেবহাটা প্রতিনিধি : ‘বিদ্যুৎ থাকলে নেটওয়ার্ক, না থাকলে নেটওয়ার্ক নেই’ গ্রামীণ ফোনের এমন নেটওয়ার্ক বিভ্রাটের প্রতিবাদে দেবহাটার কুলিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) কুলিয়া ব্রিজ সংলগ্ন গ্রামীণ ফোনের টাওয়ারের কাছে ব্যবসায়ীরা মানববন্ধনের আয়োজন করে। বাজার কমিটির সেক্রেটারি রফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাজার কমিটির সভাপতি মজনুর রহমান, সোহেল হোসেন, মহিউদ্দীন লাল্টু প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে শীর্ষে থাকা গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্যবস্থা দুর্বল হওয়ায় শুধু কুলিয়া নয় দেবহাটা বিভিন্ন বাজারের একই চিত্র পরিলক্ষিত হচ্ছে। বর্তমানে ডিজিটাল বাংলাদেশে তথ্য প্রযুক্তির সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে নেটওয়ার্ক সেবাটা খুবই গুরুত্বপূর্ণ। গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কাগজে কলমে থাকলে বর্তমানে বাস্তবে নেটওয়ার্ক সেবা ভেঙে পড়েছে। দুর্যোগ পরবর্তী সময়েও আম্পান, আইলা, বুলবুল আঘাত হানার পর অতি দ্রæত অন্যান্য সেবা প্রতিষ্ঠান গুলো সেবা দিতে পারলেও অনেক এলাকায় গ্রামীণ ফোনের সেবা পেতে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নেটওয়ার্ক না থাকার কারণে বিকাশ, ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক যোগাযোগ, ছেলেমেয়েদের অনলাইন ক্লাস সবকিছু থমকে যাচ্ছে। চরম ভোগান্তির স্বীকার হতে হচ্ছে এ অঞ্চলের মানুষের। এজন্য আমরা অনুরোধ করব গ্রামীণ ফোনের সেবার দায়িত্বে নিয়োজিত থাকা সাতক্ষীরা জোনের কর্মকর্তাদের দ্রæত ব্যবস্থা নেবেন। এ বিষয়ে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও সাবেক দেবহাটা উপজেলা চেয়ারম্যান অ্যাড. গোলাম মোস্তফা বলেন, যে মুহ‚র্তে দেশ এগিয়ে যাচ্ছে সেখানে নেটওয়ার্ক ব্যবস্থা দুর্বল থাকলে দেশ এগিয়ে যাবে কীভাবে। গ্রামীণ ফোনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে নজর রাখা এবং জরুরী ব্যবস্থা নেওয়ার।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version