সেপ্টেম্বর ১৯, ২০২০
খাজরায় গ্রাম আদালতে ফৌজদারি মামলার নিষ্পত্তি
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় গ্রাম আদালতের সুষ্ঠু বিচারের মাধ্যমে ফৌজদারি মামলা থেকে নিষ্পত্তি ও চিকিৎসা সহায়তা পেয়েছেন রহিমা বিবি (৩০)। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় খাজরা ইউনিয়ন পরিষদ হলরুমে চিকিৎসা সহায়তা হিসেবে ৩ হাজার টাকা আবেদনকারী রহিমা বিবির হাতে তুলে দেন খাজরা ইউপির প্যানেল চেয়ারম্যান জালাল মোড়ল। এ সময় ইউপি সচিব বিশ্বজিত ঘোষ, গ্রাম আদালত সহকারী শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, আনারুল ইসলাম, গ্রাম পুলিশ ফয়সাল গাজীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রাপ্ত তথ্যে জানা গেছে, খাজরা ইউনিয়নের খালিয়া গ্রামের সিদ্দিক গাজীর স্ত্রী রহিমা বিবি একই গ্রামের সাকাত গাজীর পুত্র রাসেল গাজী, আবুল হোসেন গাজীর পুত্র সাকাত গাজী, আবুল হোসেনর স্ত্রী রুপবান বিবি’র বিরুদ্ধে অবৈধ ভাবে মারপিট, ঘেরা-বেড়া, বাড়িঘর ভাঙচুর বিষয়ে প্রতিকার চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ৮নং খাজরা ইউনিয়ন পরিষদে পরিচালিত গ্রাম আদালতের ফৌজ. ২৮/২০নং মামলা দায়ের করেন। মামলায় উভয় পক্ষের মনোনীত প্রতিনিধি নিয়ে গ্রাম আদালত গঠন করা হয় এবং উভয় পক্ষের উপস্থিতিতে বিচার্য বিষয় নির্ধারণ পূর্বক প্রাক বিচারের মাধ্যমে বিরোধীয় বিষয়টি আপোশ নিষ্পত্তি হলে আবেদনকারী রহিমা বিবিকে তার চিকিৎসা বাবদ প্রতিবাদী পরিশোধ করেন। ইউপি সচিব জানান, গ্রাম আদালতে সঠিক বিচার কাজ হওয়ায় এলাকার বিচার প্রার্থীরা ছোটোখাটো দ্ব›দ্ব বিরোধ নিয়ে এখন গ্রাম আদালতমুখী হচ্ছে। স্থানীয় পর্যায়ে সুবিচার পেয়ে এলাকাবাসী সন্তুষ্ট হয়েছেন। 8,953,882 total views, 9,632 views today |
|
|
|