সেপ্টেম্বর ৮, ২০২০
ক্ষিরাই চাষে বাপ্পার ফলন চাষিরা দেখছেন আশার আলো
জয়নগর (কলারোয়া) প্রতিনিধি : ঘেরের পাড়ে বর্ষা মৌসুমের ক্ষিরাই চাষে বাপ্পার ফলনে আশার আলো দেখছেন চাষিরা। বর্ষা মৌসুমের ক্ষিরাই চাষে প্রতি বছরের ন্যায় এবছরও ক্ষিরাই চাষের আগ্রহ লক্ষ করা গেছে। কলারোয়া উপজেলার জয়নগর, ধানদিয়া, বাঁটরা, আহসাননগর, বুইতা এলাকায় দেখা গেছে ঘেরের পাড় জুড়ে মাচার উপর সবুজ গাছ ও নিচে ঝুলে রয়েছে ক্ষিরাই। এসব ঘের ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এ বছর ক্ষিরাইয়ের বাম্পার ফলন হয়েছে এবং ভালো দাম পাওয়া গেছে। বর্ষা মৌসুমে ঘেরের পাড়ে মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়ে মাচার উপর ক্ষিরাই চাষ করে কৃষকেরা অধিক লাভবান হচ্ছে বলেও জানান তারা। কৃষক আলমগীর গাজী জানান, তিনি ৩বিঘা ঘেরের পাড়ে ক্ষিরাই চাষ করেছেন। প্রতিদিন তিনি ৩বিঘা ঘেরের পাড়ের জমি থেকে ৬ থেকে ৮ মণ ক্ষিরাই উত্তোলন করেন। প্রতি মন ক্ষিরাই বিক্রি করেন ৮শ’ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। তিনি আরও জানান, বিঘা প্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা খরচে ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকা ক্ষিরাই বিক্রি হতে পারে। নিলকন্ঠপুর গ্রামের বিল্লাল হোসেন জানান, তিনি ২বিঘা ঘেরের পাড়ে ক্ষিরাই চাষ করেছেন। মাছ চাষের পাশাপাশি ক্ষিরাই চাষ করে অধিক মুনাফা অর্জন করতে পেরে অধিক লাভবান হয়েছি। এছাড়াও মৎস্য ঘেরের পাড়ে মাছ চাষের পাশাপাশি বিকল্প চাষ হিসাবে ভেন্ডি, উচ্চে, বরবটি চাষ করেও পরিবারের স্বচ্ছলতা ফিরিয়ে আনা সম্ভব। তবে বেশিরভাগ চষিরা বলছেন, উন্নতমানের বীজ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে মাছ চাষের পাশাপাশি ঘেরের পাড়ে সবজি চাষ করে অনেক বেকার যুবকের নিজস্ব কর্মসংস্থান সৃষ্টি হবে পাশাপাশি বেকারত্ব দূর হবে। 8,953,422 total views, 9,172 views today |
|
|
|