Site icon suprovatsatkhira.com

কোস্ট গার্ডের অভিযানে জেলি পুশকৃত চিংড়ি জব্দ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন রুপসা ও মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যৌথ অভিযানে বিপুল পরিমাণ জেলি পুশকৃত চিংড়ি জব্দ করেছে। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার রুপসা থানাধীন রুপসা ঘাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ’ কেজি জেলি পুশকৃত চিংড়ি জব্দ করে। জেলি পুশকৃত চিংড়ি প্রক্রিয়াজাত করার কারণে ০৪ টি কোম্পানিকে (রিতু ফিস, মিলন ফিস, বায়েজিদ ফিস, প্রিয় ফিস) সর্বমোট ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মৎস্য মান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর উপস্থিতিতে আটককৃত চিংড়ি নষ্ট করা হয়। কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লে: কমান্ডার ইমতিয়াজ আলম জানান, ‘কোস্ট গার্ড এর এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড জিরো টলারে›স নীতি অবলম্বন করে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও অব্যাহত থাকবে’।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version