সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে এডুকো এর অর্থায়নে উত্তরণের সহযোগিতায় আম্পান-করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে জরুরী খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে তিন শত ৭৫ জন গরিব অসহায়দের মাঝে জরুরী খাদ্য, স্বাস্থ্য সুরক্ষা ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় কৈখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. আজিজ সরদার, ইউপি সদস্য আজগার আলী, অসীম মৃধা, মোহাম্মাদ আলী কাগুচী, আমিনুর রহমান, ইউপি সদস্যা মাজিদা বেগম, মর্জিনা বেগম, উত্তরণের প্রোগ্রাম অফিসার পার্থ কুমার দে, সঞ্জীব, সজীব হোসেন, মোহাম্মাদ আলী, উত্তরণ শ্যামনগর অফিসের ম্যানেজার মো. আমিনুর রহমানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
8,954,130 total views, 9,880 views today