কলারোয়া প্রতিনিধি :কলারোয়ার ৮নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগ দলীয় দুই প্রার্থী নৌকা প্রতীকের প্রত্যাশায় দলীয় মনোনয়ন পত্র সংগ্রহের পর কেন্দ্রীয় আ’লীগ দলীয় কার্যালয়ে জমা দিয়েছেন। ঢাকার- ধানমন্ডী ৩/এ আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্য়ালয়ে রবিবার (২০ সেপ্টেম্বর) অফিস চলাকালীন সময়ে ওই মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে বলে উভয় প্রার্থীর পক্ষ থেকে জানা যায়। নৌকা প্রতীকের প্রত্যাশায় কেরালকাতা ইউনিয়নের সদ্য প্রয়াত চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের সহোদর (ভাই), কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সিনিয়র সহ-সভাপতি সরদার আ: রউফ মনোনয়ন প্রত্র জমা দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স¦পন, কেরালকাতা ইউনিয়ন আ’লীগের সভাপতি মাস্টার হাফিজুর রহমান, উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও জয়নগর ইউপি’র চেয়ারম্যান ছামসুদ্দীন আল মাসুদ বাবু। অনুরুপভাবে উপজেলা আ’লীগের সহ-সভাপতি, কেরালকাতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স,ম মোরশেদ আলী নৌকা প্রতীকের প্রত্যাশায় মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মনোনয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আ’লীগ সদস্য আমিনুল ইসলাম লাল্টু, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক ও কেরালকাতা ইউনিয়ন আ”লীগ সাধারন সম্পাদক মশিয়ার রহমান বাবু। এ দিকে, চেয়ারম্যান পদে ওই উপ নির্বাচনে অনান্য রাজনৈতিক দলের প্রার্থী ও নির্দলীয় ভাবে অনেকেই প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন বলে ইউনিয়ন বাসী জানান। উল্লেখ্য, কলারোয়ার ৮ নং কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদারের মৃত্যুতে ওই পদ শূন্য হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের একটি চিঠির বরাত দিয়ে ১৫ সেপ্টেম্বর কলারোয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন বিশ্বাস স্বাক্ষরিত একটি চিঠিতে কেরালকাতা ইউনিয়ন পরিষদের শুন্য চেয়ারম্যান পদে সাধারণ/ উপ-নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষনা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর, রির্টানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র বাছাই ২৬ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৩ অক্টোবর এবং ভোট গ্রহনের তারিখ ২০ অক্টোবর ২০২০ বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়।
কেরালকাতা ইউপির উপ-নির্বাচনে আ’লীগের দুই প্রার্থীর দলীয় মনোনয়ন পত্র জমা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/