Site icon suprovatsatkhira.com

কৃষ্ণনগর ইউপির প্রয়াত দফাদারের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

নিজস্ব প্রতিনিধি: লিভার সমস্যায় মৃত্যুবরণকারী কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দফাদার আব্দুল মাজেদ গাজীর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে কালিগঞ্জ থানা চত্বরে উপজেলার সকল গ্রাম পুলিশের উদ্যোগে এবং থানা পুলিশের সার্বিক সহযোগিতায় মরহুমের স্ত্রী খায়রুন নেছার হাতে নগদ ১১ হাজার টাকা তুলে দেওয়া হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেনের উপস্থিতিতে আর্থিক সহায়তা প্রদানকালে আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, উপ-পরিদর্শক জিয়াউর রহমান, সিহাবুল ইসলামসহ ১১০ জন গ্রাম পুলিশ। কালিগঞ্জে অনেক গ্রাম পুলিশ রয়েছে যারা আর্থিকভাবে খুবই অসচ্ছল। তাই সকলকে এগিয়ে এসে তাদেরকে সহযোগিতা করার আহŸান জানিয়ে ওসি দেলোয়ার হুসেন আরও বলেন, আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে গ্রাম-পুলিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তৃণমূলে তাদের যথেষ্ট শ্রম রয়েছে। গ্রাম-পুলিশ দেশের সকল ক্লান্তিলগ্নে পুলিশকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকে বলে তিনি জানান। এসময় দফাদার মরহুম আব্দুল মাজেদ গাজীর স্ত্রী খায়রুন নেছা (৪৫) প্রশাসনের কাছে তাদের একমাত্র ছেলে মিজানুর রহমানকে তার পিতার স্থানে চাকরি দেওয়ার জন্য আকুল আবেদন করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version