নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে মদ ও ফেন্সিডিলসহ রেজাউল ইসলাম (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ওই ব্যক্তি উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের সাতবসু গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ও দেবহাটা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেলে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইয়াছিন আলীর নির্দেশে পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে থানার সহকারী উপ-পরিদর্শক রাসেল মাহমুদের নেতৃত্বে পুলিশ সদস্যরা উপজেলার দাঁতপুর ভাটা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় ১৭ বোতল দেশীয় মদ, ২ বোতল বিদেশি মদ ও ২ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রেজাউলকে আটক করা হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।