নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম কর্তৃক একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুস সামাদকে অমানবিক নির্যাতন ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে। কালিগঞ্জ আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) মোহাম্মদ আব্দুস সামাদ গত ১৯ আগস্ট তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক অমানবিক নির্যাতন ও অনিয়ম দুর্নীতি থেকে রক্ষা পেতে জেলা প্রশাসক সাতক্ষীরা বরাবর লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে গত মঙ্গলবার বিদ্যালয়ে জেলা শিক্ষা অফিসের বিদ্যালয় পরিদর্শক মেহেদী হাসান এ তদন্ত সম্পন্ন করেন।