নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে ১৭ জন আসামিকে আটক করা হয়েছে। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, ‘বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই ১৭ জন আসামিকে আটক করে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াই দিকে আসামিদেরকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে’। প্রসঙ্গত: ওসি দেলোয়ার হুসেন যোগদানের পর কালিগঞ্জ থানা এলাকায় আইন শৃঙ্খলার ব্যাপক উন্নতি হয়েছে। অসহায় মানুষের খাদ্য ও আর্থিক সহায়তা প্রদানসহ একাধিক মানবিক কাজ করেছেন দেলোয়ার হুসেন।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/