Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জে পানিতে ডুবে শফিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। স্থানীয়রা জানান, শফিকুল ইসলাম আগে থেকেই মৃগী রোগে আক্রান্ত ছিলেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২ দিকে তিনি শীতলপুরে অবস্থিত বাবলুর ভাটা থেকে কাজ করে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে ভাটার পাশের একটি পুকুরে পড়ে তলিয়ে যান। পরবর্তীতে স্থানীয়রা শফিকুলকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আসরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version