সেপ্টেম্বর ২৮, ২০২০
কালিগঞ্জে ছাত্রলীগের এক নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখম
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ছাত্রলীগের এক নেতাসহ ৪ জনকে কুপিয়ে জখমের অভিযোগে উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া এলাকায়। এ ঘটনায় ভুক্তভোগী ওই এলাকার মৃত আব্দুল জব্বার তরফদারের ছেলে মুজিবর রহমান থানায় মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী ও এজাহার সূত্রে জানা যায়, ইউনিয়নের তেরুলিয়া গ্রামের মৃত সামছুর রহমানের ছেলে সাজ্জাত হোসেন (৩৮) গং এর সাথে মুজিবর রহমানের জমি-জমা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই সূত্রধরে গত গত ২৭ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে সাজ্জাত গং পূর্বপরিকল্পিতভাবে বে-আইনি জনতা বন্ধে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে মুজিবুর রহমানের মৎস্য ঘেরে প্রবেশ করে নেটজাল দিয়ে মাছ ধরে আত্মসাৎ করতে থাকে। এসময় মুজিবর রহমানের ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দীন বাপ্পীসহ তার সাথে কয়েকজন ঘটনাস্থলে পৌঁছে বাঁধা নিষেধ করলে সাজ্জাত গং ছাত্রনেতা বাপ্পীসহ তার সাথে থাকা টিএম আল মামুন, ফারুক হোসেন ও নাজমুল হোসেনকে কুপিয়ে জখমসহ হত্যা চেষ্টা করে এবং একটি মোবাইল ফোনও কেড়ে নিয়ে আত্মসাৎ করে। পরবর্তীতে সাজ্জাত গং নাজমুল হোসেনকে প্রাণ নাশের ভয় দেখিয়ে ১শ’ টাকার ননজুডিশিয়াল ৩ টি সাদা স্ট্যাম্পে ও কয়েকটি সাদা কাগজে স্বাক্ষর করে নেয় বলে মামলার এজাহারে উল্লেখ রয়েছে। এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এ ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। এমতাবস্থায় ভুক্তভোগী মুজিবর রহমান প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। 8,957,035 total views, 12,785 views today |
|
|
|