নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জে পুলিশের অভিযানে ১৯ ওয়ারেন্টের আসামিসহ চুরি মামলায় ১ জন আটক হয়েছে। তারা হলেন উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত জয়নাল গাজীর ছেলে আব্দুস সালাম, একই গ্রামের কালু শেখ’র ছেলে ইশার আলী, ঠেকরা গ্রামের কেরামত আলী সরদারের ছেলে ওমর ফারুক, বড়দোনা গ্রামের মৃত করিম বক্স গাজীর ছেলে রেজাউল ইসলাম, চাম্পাফুল গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে মুসা গাজী, গণপতি গ্রামের মৃত শেখ সোবহানের ছেলে শেখ সাইফুল ইসলাম, তার স্ত্রী কানিজ সুরাইয়া রানী, সাইফুলের সহোদর শরিফুল ইসলাম ও শিমুল হোসেন, বাগ-নলতা গ্রামের মৃত মোবারক আলী কারিকরের ছেলে মনসুর আলী, তার সহোদর মহব্বত আলী ও নওশের আলী, বেড়াখালি গ্রামের হোসেন গাজীর ছেলে জহুর আলী গাজী, স্ত্রী হাসিনা খাতুন, তার ভাই ইশার আলী, রবিউল ইসলাম মধু ও ইশার আলীর স্ত্রী রোজিনা খাতুন, রামনগর গ্রামের মৃত আবু বকর শেখের ছেলে সাকের আলী ও তার স্ত্রী শেফালী খাতুন। এছাড়া চুরি মামলায় আটক হয়েছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ এলাকার বাবর আলী সরদারের ছেলে ইয়াছিন সরদার। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন জানান, সোমবার দিবাগত রাতে পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এসময় ২০ আসামিকে আটক করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টম্বর) বেলা ১২ টার দিকে আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কালিগঞ্জে এক রাতেই অভিযান চালিয়ে ২০ আসামি আটক
https://www.facebook.com/dailysuprovatsatkhira/