নিজস্ব প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদের পুকুরে রুই, কাতলা, মৃগেলসহ কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। এছাড়া একই সময়ে উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে অবমুক্ত করার জন্য মাছের পোনা বিতরণ করা হয়। বুধবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিক ভাবে মাছের পোনা অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম, সাতক্ষীরা এল্লারচর খামারে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হুদা, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দীন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। ২০২০-২১ আর্থিক সালে রাজস্ব খাতের আওতায় উপজেলা পরিষদ পুকুর, নলতা রওজা শরীফ পুকুর, রোকেয়া মনসুর মহিলা কলেজের পুকুরসহ উপজেলার মোট ১৯ টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে মোট ৪৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
কালিগঞ্জের একটি সরকারি ও ১৯ টি প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্ত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/