নিজস্ব প্রতিনিধি : আশাশুনির কুল্যা ও কাদাকাটি ইউনিয়নের সীমান্তবর্তী কচুয়া আরার কাদাকাটি বাজারে ইসলামী ব্যাংক লি. এর আউট লেট শাখা উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বাজারের কাদের সুপার মার্কেটের ২য় তলায় প্রধান অতিথি হিসাবে আনুষ্ঠানিক ভাবে এ শাখার উদ্বোধন করেন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবির। ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার এসভিপি অ্যান্ড হেড অফ ব্রাঞ্চ মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য শেষে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছিলেন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, ওসি (তদন্ত) মাহফুজুর রহমান, কাদাকাটি ইউপির সাবেক চেয়ারম্যান মফিজুল হক মোড়ল প্রমুখ। মাহিশা এন্টার প্রাইজ এজেন্ট ব্যাংকিং কেন্দ্রটি পরিচালনা করবে। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাহিশা এন্টার প্রাইজের স্বত্বাধিকারী মো. মেজবাহুল আলম। সবশেষে প্রধান অতিথি ওসি গোলাম কবির ফিতা কেটে শাখার শুভ উদ্বোধন করেন এবং মোনাজাত পরিচালনা করেন, মাও. মাহবুবুল আলম আজিজী।
কাদাকাটিতে ইসলামী ব্যাংকের আউট লেট শাখা উদ্বোধন
https://www.facebook.com/dailysuprovatsatkhira/