Site icon suprovatsatkhira.com

কলারোয়ার সোনাই নদীতে নেট পাটা অপসারণ

কলারোয়া প্রতিনিধি : কলারোয়ায় সোনাই নদী জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় সোনায় নদীর অবৈধ নেট পাটা-বেড়া উচ্ছেদ অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেনের (ভূমি) নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কলারোয়ার চন্দনপুর ও সোনাবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর, রামভাদ্রপুর ও মদনপুর এলাকা থেকে নকাটি বিল পর্যন্ত প্রবাহিত সোনাই নদের অবৈধ পাটা-বেড়া উচ্ছেদের পাশাপাশি সমস্ত পাটা পুড়িয়ে ফেলা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরীন কান্তা জানান, সোনাই নদ অনেক দিন ধরে অবৈধ দখলে। তারা অবৈধভাবে বেড়া-পাটা দিয়ে মাছ চাষ করছে। এরকম একটি অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসকের নির্দেশনায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। জলাবদ্ধতা দূরীকরণে পানি নিষ্কাশনের কোনা বাধা না পায় তার জন্য এসব বেড়া-পাটা উচ্ছেদ করা হচ্ছে। তিনি আরো জানান, এই অভিযান অব্যাহত থাকবে। আগামীতে কেউই যাতে পাটা দিয়ে পানি নিষ্কাশনে বাধা সৃষ্টি না করতে পারে তার জন্য ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলামকে নির্দেশনা দেয়া হয়েছে। এ সময় ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি ও ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version