নিজস্ব প্রতিনিধি : উন্নয়নের ধারাবাহিকতায় আগামী এক থেকে দেড় মাসের মধ্যেই সাতক্ষীরার সরকারি মোরগ মুরগি পালন কেন্দ্রের চিত্র পাল্টে যেতে পারে। বিগত ২০১১-১২ অর্থ বছরে দেড় কোটি টাকা ব্যয়ে সরকারিভাবে হাঁস-মুরগি বাচ্চা উৎপাদনের জন্য সাতক্ষীরায় তিনটি খামার ও ডিম ফোটানো মেশিন স্থাপন করা হয়। সাতক্ষীরা জেলা শহরের যশোর-সাতক্ষীরা মহা-সড়কের রসুলপুর এলাকায় নির্মিত হয় খামার তিনটি। তবে নির্মাণের পর থেকে সরকারি কোনো বরাদ্দ না আসায় অবহেলা ও বিভিন্ন অনিয়মের কারণে সরকারি ওই প্রতিষ্ঠানের সুবিধা থেকে সাতক্ষীরাবাসী এখনও বঞ্চিত আছে।
সাতক্ষীরার খামারের হাঁস-মুরগি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ নাজমুস সাকিব জানান, এ পর্যন্ত কোনো বরাদ্দ না পাওয়ায় উৎপাদনে যাওয়া সম্ভব হয়নি খামারগুলোর। ফলে ডিম ফোটানো মেশিনসহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র অকেজো হয়ে পড়ে আছে। তিনি আরও জানান, শুধু মাত্র আমলাতান্ত্রিক জটিলতায় বিষয়টি থমকে আছে। তাদের পক্ষ পাঠানো প্রস্তাবিত অর্গানোগ্রাম একজন ঊর্ধ্বতন কর্মকর্তার স্বাক্ষর হয়ে আন্ত মন্ত্রণালয়ে পাশ হলে ১ থেকে দেড় মাসে পাল্টে যাবে এই প্রতিষ্ঠানের চেহারা।