কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতি(বাশিস) এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরাম গঠন উপলক্ষে অলোচনা সভা অনুষ্টিত। শুক্রবার সকালে কলারোয়া পাবলিক ইন্সটিটিউটে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) সাতক্ষীরা জেলার সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস’র) অতিরিক্ত মহাসচিব অরুপ সাহা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাতক্ষীরা জেলার সভাপতি এম এ কাশেম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলারোয়া পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) ও কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল।
এ সময় আরো উপস্থিত ছিলেন ও মতামত ব্যক্ত করেন, সাতক্ষীরা জেলা শিক্ষক সমিতির সাংগঠিক সম্পাদক মোঃ সরোয়ার হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক নিশিকান্ত ব্যানার্জী, গন সংযোগ বিষয়ক সম্পাদক মিজবাবুল কবির, পাঠাগার বিষয় সম্পাদক আরিফ হোসেন সাগর, সহকারি অর্থ সচিব দীপঙ্কর কুমার সানা। কলরোয়া গালর্স পাইলট হাইস্কুলের সহকারি প্রধান শিক্ষক আসাদুজ্জামান,বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হুমায়ুন কবির মিঠু,পানি কাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সাইফুল ইসলাম, কামারালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শামিম আক্তার, খোর্দ্দ সালেহা হক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোঃ জাকির হোসেন, কলারোয়া মডেল হাইস্কুলের সহকারি শিক্ষক শ্রী উত্তম কুমার পাল, কে সি জি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইলিয়াসুর রহমান, খোর্দ্দ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকসহ বিভিন্ন স্কুলের শিক্ষকগণ।
এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরাম গঠন উপলক্ষে অলোচনা সভা
https://www.facebook.com/dailysuprovatsatkhira/