Site icon suprovatsatkhira.com

ইতালি প্রবাসীর পক্ষ থেকে কালিগঞ্জের বিভিন্ন মসজিদ মাদ্রাসায় অনুদান প্রদান

নিজস্ব প্রতিনিধি : ইতালি প্রবাসী রনি আহমেদ’র পক্ষ থেকে কালিগঞ্জের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অনুদান প্রদান করা হয়েছে। সম্প্রতি তিনি ধারাবাহিকভাবে উপজেলার সদর বাইতুল নূর জামে মসজিদে ৩০ হাজার টাকা, দারুস সুফ্ফা হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোডিং এ ১০ হাজার টাকা, দক্ষিণ শ্রীপুর বাজার জামে মসজিদে ১৮ হাজার টাকা, পারুলগাছা পশ্চিমপাড়া বায়তুল আমান মসজিদে ১৮ হাজার টাকা, রথখোলা পূর্বপাড়া জামে মসজিদে ১০ হাজার টাকা, মনোহরপুর বায়তুস সালাম মসজিদে ১০ হাজার টাকা, বাজার গ্রাম মাদ্রাসা ই তালীমুল কোরআন মাদ্রাসায় ১০ হাজার টাকা, দক্ষিণ শ্রীপুর পূর্বপাড়া জামে মসজিদে ৯ হাজার টাকা, দক্ষিণ শ্রীপুর হুসাইনিয়া আজিজিয়া সুন্নিয়া ট্রাস্ট্রে ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। এর আগে তিনি উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় অনুদান প্রদানসহ করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ইতালি থেকে রনি আহমেদ এ প্রতিনিধিকে জানান, এ বছরের মধ্যেই তিনি কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় নির্মাণাধীন সকল মসজিদ ও মাদ্রাসায় অনুদান প্রদান করতে চান। পরকালের উদ্দেশ্যে এবং তার মরহুম পিতার জন্য কালিগঞ্জ ও শ্যামনগর বাসির কাছে দোয়া চেয়েছেন এ প্রবাসী।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version