নিজস্ব প্রতিনিধি : কোভিড-১৯ প্রতিরোধে আশাশুনি প্রেসক্লাবের সাংবাদিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি আশাশুনি প্রেসক্লাবে হাজির হয়ে মাস্ক ও হ্যান্ড গøাবস হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল-ফারুক, সাবেক সভাপতি এসএম আহসান হাবিব, সহ-সভাপতি আলী নেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সদস্য সোহরাব হোসেন, মইনুর ইসলামসহ সাংবাদিকবৃন্দ। এ সময় ডা. সুদেষ্ণা বলেন, কোভিড-১৯ প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গøাবস এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধোয়ার বিকল্প নেই। তিনি সাংবাদিকদের স্বাস্থ্য সচেতনতার সাথে পেশাগত দায়িত্ব পালনের আহŸান জানান।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/