নিজস্ব প্রতিনিধি : আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দৈনন্দিন, সাপ্তাহিক, মাসিক এবং অনলাইন রিপোর্ট বিষয়ক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকারের কার্যালয়ে তার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মেডিকেল অফিসার ডা. সালমা খাতুন, সিনিয়র স্টাফ নার্স কল্পনা রাণী মন্ডল, রোজিনা খাতুন, এস আই জি এম গোলাম মোস্তাফা, পরিসংখ্যানবিদ আ. খালেক, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মাহবুবুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন প্রমুখ।