সেপ্টেম্বর ৮, ২০২০
আশাশুনির দরগাপুরে মুজিবরসহ তার বাহিনীর হামলায় সাংবাদিক সাইদুল আহত: দোষীদের গ্রেপ্তার দাবি
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিভিন্ন অপরাধ কর্মকাÐের প্রতিবাদ করায় সাইদুল ইসলাম নামে এক সাংবাদিককে মারপিট করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত সাইদুল দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র দরগাহপুর ইউনিয়নের সংবাদ-কর্মী ও রামনগর গ্রামের মৃত মোন্তাজ আলী গাজীর ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামনগর গ্রামের পানির ফিল্টার সংলগ্ন এলাকায়। সাইদুল জানায়, রামনগর গ্রামের মৃত স্বরুপ গাজীর ছেলে মুজিবর গাজীর তার লোকজন নিয়ে এলাকায় এবং বাইরে বিভিন্ন রকম অপরাধ কর্মকাÐ ঘটিয়ে থাকে। আমি তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও তাদের অনৈতিক কর্মকাÐের প্রতিবাদ জানাই। সেই শত্রæতার জের ধরে আমি বাড়ি থেকে রামনগর বাজারে আসার পথে সোমবার সন্ধ্যায় পথিমধ্যে আমার পথ রোধ করে মুজিবর গাজীসহ তার দলীয় লোকজন আমাকে বেধড়ক মারপিট করে আহত করে চলে যায়। স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সাইদুল নিজে বাদী হয়ে মুজিবর গাজীসহ ১০ জনের নাম উল্লেখ করে আশাশুনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারসহ উপজেলার সকল স্তরের সাংবাদিকবৃন্দ। 8,957,120 total views, 12,870 views today |
|
|
|