সেপ্টেম্বর ৮, ২০২০
আশাশুনিতে সাবেক অধ্যক্ষ মেজবাহউদ্দীন আহম্মেদ না ফেরার দেশে
সমীর রায়, নিজস্ব প্রতিনিধি : আশাশুনি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (বর্তমান আশাশুনি সরকারি কলেজ) ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দক্ষিণাঞ্চলের বিশিষ্ট শিক্ষানুরাগী মেজবাহউদ্দীন আহম্মেদ (ডবল এমএ, ইংরেজি) চলে গেলেন না ফেরার দেশে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ১১০ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি আশাশুনি সদরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন (ইন্না………রাজিউন)। মৃত্যুকালে তিনি ৯ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। এই গুনি শিক্ষক আশাশুনি মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দক্ষিণাঞ্চলের শিক্ষাকে অগ্রসর করেন। এরপর তিনি সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ হিসেবে ১৯৮২ সালে তার কর্মজীবন ইতি টানেন। মঙ্গলবার আসরবাদ আশাশুনি আলিয়া মাদ্রাসায় মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। ইংরেজিতে ডবল এমএ অর্জনকারী সকলের প্রিয় শিক্ষকের মৃত্যুতে আশাশুনির শিক্ষাঙ্গনের নক্ষত্র পতন উল্লেখ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ সকল সাংবাদিকবৃন্দ। 8,952,916 total views, 8,666 views today |
|
|
|