ডেস্ক রিপোর্ট : আশাশুনিতে র্যাবের অভিযানে ১শ’ ১৪ পিস ইয়াবা সহ গোলাম রসুল মোল্লা (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সে উপজেলার গদাইপুর এলাকার মো. আমিনুর ইসলামের ছেলে। বুধবার গভীর রাতে উপজেলার ফকরাবাদ এলাকা থেকে ইয়বাসহ তাকে আটক করে র্যাব।
র্যাব সূত্র জানায়, র্যাব-৬ সাতক্ষীরা (সিপিসি-১) এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনির তেতুলীয়া ব্রিজের দক্ষিণ পাশে ফকরাবাদ মোড়ে অভিযান চালিয়ে গোলাম রসুল মোল্লাকে ১শ’ ১৪ পিস ইয়াবাসহ আটক করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মো. কামাল হোসেন জানান, ‘জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে আশাশুনি থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে’।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/