Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, উপজেলা কৃষি অফিসার রাজিবুল হাসান, মৎস্য অফিসার সৈকত মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, যুব উন্নয়ন অফিসার এসএম আজিজুল হক, সমবায় অফিসার কারিমুল হক, একাউন্টস অফিসার শেখ তাজুল আজম, প্রাথমিক শিক্ষা অফিসার গাজী ছাইফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দেশের পর্যটন এলাকা গুলোকে দেশি বিদেশি পর্যটকদের কাছে কীভাবে আরও নিরাপদ বিনোদনের কেন্দ্র হিসেবে আকর্ষণীয় করে তোলা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। আশাশুনির পার্ক ও শিশু কেন্দ্রে নারী শিশুদের নিরাপত্তা জোরদার করে তাদের বিশুদ্ধ বিনোদনে আগ্রহী করে তোলার জোর দাবি করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version