নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মাদক কারবারিসহ বিভিন্ন মামলার ৫ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই গাজী নূর নবীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামের কেনা বিশ্বাসের ছেলে মাদক কারবারি গোলাম বিশ্বাসকে মাদক বিক্রির সময় তার বাড়ির উঠান থেকে ৫০ গ্রাম গাঁজাসহ হাতে-নাতে আটক করেন। এ ঘটনায় তাকে আসামি করে আশাশুনি থানায় মাদক নিয়ন্ত্রণ আইনের ১২(৯)২০২০ নং একটি মামলাটি রুজু করা হয়েছে। অপরদিকে একই রাতে গোদাড়া গ্রামের মোস্ত মোল্যার ছেলে আব্দুর রশিদ ও রসুল পাঁড়ের ছেলে ইদ্রিস পাঁড়কে একটি মামলার ওয়ারেন্ট মূলে, পাইকগাছা থানার ঢেমসাখালী গ্রামের মোহর গাজীর ছেলে মনি গাজী ও জামালনগর গ্রামের মোমিন সরদারের ছেলে ফরিদুলকে গ্রেফতার করেছেন বলে থানা অফিসার ইনচার্জ মো. গোলাম কবির নিশ্চিত করেছেন। বুধবার বিচারার্থে আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
8,960,006 total views, 15,756 views today