নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে ইনহেল্ডার প্রোজেক্টের সমাপনী বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ ওয়ার্কশপে স্বাগত বক্তব্য রাখেন আশাশুনি এপির স্পন্সরশীপ অ্যান্ড সিস্টেম অফিসার উজ্জল চিছাম। ওয়ার্কশপে গত ১ আগস্ট’১৭ থেকে ৩ সেপ্টেম্বর’২০ পর্যন্ত ইনহেল্ডার প্রকল্পের সার্বিক কর্মকান্ড প্রোজেক্টরের মাধ্যমে ও বক্তব্য প্রদানের মাধ্যমে তুলে ধরেন প্রোগ্রাম অফিসার মিলিতা সরকার। তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ইনহেল্ডার প্রকল্প গত ৩ বছর আশাশুনি উপজেলার কুল্যা, আশাশুনি সদর ও বড়দল ইউনিয়নের অপেক্ষাকৃত হতদরিদ্র পরিবার-বর্গকে নিয়ে কাজ করেছে।
এ প্রকল্পের আওতায় গত ৩ বছরে সর্বমোট ২৯৭৮জন গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়েদেরকে পুষ্টি, স্বাস্থ্য, ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশুদ্ধ পানি ও উন্নত স্যানিটেশন বিষয়ে সচেতন করা হয়েছে, ২১০জন দুগ্ধদানকারী মায়েদের মাঝে বালতি বিতরণ করা হয়েছে, ৩০০জন শিশুর মাঝে মাইক্রো নিউট্রিয়েন্ট পাউডার বিতরণ করা হয়েছে এবং ৫০০জন শিশুকে প্রতিমাসে জিএমপি করা হয়েছে। এসময় তিনি বলেন, মোট ৩৮টি হতদরিদ্র পরিবারকে রেইন ওয়াটার হারভেস্ট সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে এবং ৭২টি পরিবারের মাঝে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন তৈরি করে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এ প্রকল্পের আওতায় ৭৯টি পরিবারকে ১টি করে বকনা বাছুর প্রদান করা হয়েছে, ৫০টি পরিবারকে ৯টি করে উন্নতজাতের হাঁস প্রদান করা হয়েছে এবং ৫৬২টি পরিবারের মাঝে সবজির বীজ বিতরণ করা হয়েছে। অপরদিকে, কোভিড-১৯ প্রতিরোধে এ প্রকল্পের আওতায় ১৬৮টি পরিবারকে ৩ হাজার টাকা করে প্রদান করা হয়েছে, ১০২টি পরিবারকে স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ করা হয়েছে এবং ১০৮টি পরিবারকে হাত ধোয়ার ডিভাইস প্রদান করা হয়েছে। এছাড়াও গত ৩ বছরে প্রকল্পটি ৩ ইউনিয়নের পিছিয়ে পড়া পরিবারগুলোকে নিয়ে নানাবিধ কার্যক্রম পরিচালনা করেছে। প্রকল্প সমাপনী বিষয়ক ওয়ার্কশপে উপস্থিত ছিলেন কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিজানুর রহমান, সমবায় কর্মকর্তা কারিমুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা মিলন, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, আশাশুনি প্রেসক্লাবের সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, সদস্য এম এম নুর আলম, ইনহেল্ডার প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মৌসুমী মজুমদারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও কমিউনিটি ফ্যাসিলিটেটরবৃন্দ ও উপকার-ভোগীবৃন্দ।
আশাশুনিতে প্রকল্প সমাপনী বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত
https://www.facebook.com/dailysuprovatsatkhira/