Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে দুই হাজার তালের বীজ রোপণ

নিজস্ব প্রতিনিধি : নির্মল পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা’র জন্য আশাশুনিতে বজ্রপাত নিরোধক ২০০০ তালের বীজ রোপণ করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চাপড়া, বেউলা ও বাউশুলি সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নছোঁয়া ফাউÐেশনের আয়োজনে উপজেলা পরিষদ, বনবিভাগ, কৃষি বিভাগ ও এলইজিডি অধিদপ্তরের সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে বীজ রোপণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। তিনি বলেন, তালগাছ বজ্রপাত নিরোধক হিসেবে আকস্মিক বজ্রপাতের হাত থেকে মানুষকে রক্ষা করে। বজ্রপাতের হাত থেকে রক্ষা পেতে হলে আমাদের বাড়ির আশেপাশে অথবা রাস্তার দু’ধার দিয়ে বেশি বেশি তালগাছ লাগাতে হবে। জলবায়ু পরিবর্তনের কুপ্রভাব থেকে রক্ষা পেতে হলে গাছ লাগানোর কোন বিকল্প নেই। তিনি স্বপ্নছোঁয়ার মত স্বেচ্ছাসেবী সংগঠন ও যার যার অবস্থান থেকে আরও বেশি গাছ লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা ও নিজেকে স্মরণীয় করে তুলতে সবার প্রতি উদাত্ত আহŸান জানান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, স্বপ্নছোঁয়ার সভাপতি ইজাজ ইকবাল হিমেল, সদস্য ফাহিম, নাজিবুল্লাহ, সজীব, আমান, আশিক, প্রণব, জাকারিয়া, তাপস, জয়, রহিম, সোলায়মান, বান্না, সজল, তারিক, হৃদয়, প্রান্ত, মাহিন, ফাহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version