Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

বড়দল প্রতিনিধি : আশাশুনিতে বন্যায় ক্ষতিগ্রস্ত দু’ শতাধিক হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্ট ডিষ্ট্রিক্ট-৩২৮ বাংলাদেশের পক্ষ থেকে আবারও উপজেলার বড়দল ইউনিয়নে এ সহায়তা বিতরণ করা হয়। ইনার হুইল ক্লাব অব ঢাকা ওয়েষ্টের সভাপতি নার্গিস জমায়েতের সার্বিক ব্যবস্থাপনায় খাদ্য ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন, স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ গাজী, সমাজ সেবক হারুনার রশিদ গাজী, আব্দুর রউফ গাজী, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা আক্তারুজ্জামান গাজী প্রমুখ। বড়দল ইউনিয়নের বড়দল, উত্তর বাইনতলা, মধ্যম বাইনতলা, মাঝেরডাঙ্গা, ঠাকুরপাড়া ও জেলেপাড়ার দুই শতাধিক হতদরিদ্র দুস্থ মানুষের মাঝে চাল, ডাল, তেল, আলু, বিশুদ্ধ পানি, মাস্ক ও সাবান বিতরণ করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version