Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে কেক কেটে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে আশাশুনি উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ এ অনুষ্ঠানের আয়োজন করে। আশাশুনি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি এবিএম মোস্তাকিম কেক কেটে ও মিষ্টি বিতরণ করে দলীয় নেত্রীর পক্ষ থেকে দিবসটির শুভেচ্ছা বিনিময় করে তিনি বলেন- জননেত্রী শেখ হাসিনা উন্নয়ন, সততা, নিষ্ঠা ও ব্যক্তিত্বে বিশ্বে একজন অনুকরণীয় নেতা। আমরা গর্বিত এমন একজন নেত্রীকে পেয়ে। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা জননেত্রীর ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব তার শুভ জন্মদিনে দৃঢ়ভাবে এ অঙ্গীকার করছি। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আব্দুস সামাদ বাচ্চু, দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানা, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান মন্টু, যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মহিতুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি তৈয়বার রহমান, ছাত্রলীগের সভাপতি আসমাউল হুসাইন, সাংগঠনিক সম্পাদক মিঠুন ইসলাম প্রমুখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version