Site icon suprovatsatkhira.com

আন্দোলন করার পর চালু হচ্ছে মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ

নিজস্ব প্রতিনিধি : ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলনের মুখে অবশেষে আগামী সপ্তাহের মধ্যে সাতক্ষীরা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে জরুরী বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় মেডিকেল কলেজ হাসপাতালে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেন মেডিকেল কর্তৃপক্ষ। সভায় জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মেডিকেল তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, ইন্টার্ন চিকিৎসক জাকারিয়া হোসেন, রফিকুল ইসলাম মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন। মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিভিল সার্জন যতদ্রæত মেডিকেল কলেজ হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসক ও সাপোর্টিং স্টাফ সরবরাহ করবেন তত দ্রæতই জরুরী বিভাগ চালু করা সম্ভব হবে। এর আগে জরুরী বিভাগ চালুর দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা সোমবার মেডিকেল তত্ত¡াবধায়ক ডা. রফিকুল ইসলামসহ অন্যান্য সকল ডাক্তারকে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। তাদের ধারাবাহিক আন্দোলনের পর অবশেষে জরুরী বিভাগ চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version