শ্যামনগর অফিস : স্ত্রী ও পুত্রকে ফিওে পাওয়ার দাবিতে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় সংবাদ সম্মেলনে উপজেলার রমজানগর ইউনিয়নের মানিকখালী গ্রামের মৃত সন্তোষ কুমার কুন্ডুর ছেলে নন্দন কুমার কুন্ডু এ সংবাদ সম্মেলন করেন। তিনি তার লিখিত বক্তব্য বলেন, আমি জীবিকার তাগিদে দেশের বিভিন্ন প্রান্তে ফেরিওয়ালার ব্যবসা করে থাকি। এ কারণে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকি। আমার জন্মস্থান মাদারীপুর জেলার শিবচর উপজেলার পাচ্চর গ্রামে। বাবার নাম মৃত সন্তোষ কুমার কুন্ডু।
গত ৫ বছর আগে শ্যামনগর উপজেলা রমজানগর ইউনিয়নের মানিকখালী গ্রামের রনজিত কুমার মন্ডলের মেয়ে সুমিতা রানী মন্ডলের সহিত আমার বিয়ে হয়। বিবাহের পর থেকে আমি শ্বশুর বাড়িতে সুখে-শান্তিতে ছিলাম। আমাদের কোল জুড়ে একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। তার নাম অক্ষয় কুমার কুন্ডু (৩)।