তালা প্রতিনিধি : ঢাকার সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যার প্রতিবাদে তালায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর পল্লী সমাজ নারী উন্নয়ন সংস্থার আয়োজনে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে তালা-পাটকেলঘাটা সড়কের গোপালপুর গ্রামের প্রধান সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পল্লী সমাজের সভা প্রধান অনিমা রানী রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পল্লী সমাজের সাধারণ সম্পাদক কুলছুম বেগম, কোষাধ্যক্ষ শ্যামলী রানী রায় প্রমুখ। উক্ত মানববন্ধনে স্কুল ছাত্রী নীলা রায় হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
8,013,303 total views, 8,203 views today