Site icon suprovatsatkhira.com

সিআইডির অভিযানে ডাকাতি মামলার আসামি আটক

প্রেস বিজ্ঞপ্তি : সাতক্ষীরায় সিআইডির অভিযানে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার করা হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সিআইডি সাতক্ষীরার ইন্সপেক্টর কাঞ্চন কুমার রায় অভিযান চালিয়ে দেবহাটা থানার বাথুয়াডাঙ্গা গ্রামের এছাক গাজীর ছেলে ডাকাতি মামলার পলাতক আসামি মো. মিজানুর রহমান গাজীকে তার নিজ বাড়ি থেকে আটক করে। মিজানুর রহমান দেবহাটা থানার মামলা নং-০১ তারিখ-০৪/০১/২০১৮ খ্রিঃ, ধারা-৪১৯/৩৯২/৩৬৪ (পরবর্তীতে ৩৯৫/৩৯৭ পেনাল কোড সংযোজিত)। পেনাল কোড এর আসামি অপর এক আসামির স্বীকারোক্তিতে মো. মিজানুর রহমানের নাম আসে। এর আগে সিআইডির সাব-ইন্সপেক্টর মো. ইউছুফ হোসেন শ্যামনগর থানার মামলা নং-৩৮, তারিখ-২৩/০৮/২০১৭, ধারা-৪০৬/৪২০ এর পলাতক আসামি জাহাঙ্গীর হোসেনকে সুন্দরবন সংলগ্ন কৈখালী এলাকা থেকে গ্রেফতার করে। উভয় আসামিকে বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সিআইডি সাতক্ষীরা জেলা শাখার বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version