সেপ্টেম্বর ৭, ২০২০
সামাজিক সম্মান নষ্ট করাতে দেবনগরে প্রতিবন্ধী: ভাতার টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ
ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার দেবনগরে প্রতিবন্ধী ভাতার টাকা আত্মসাতের বিষয় নিয়ে পরস্পর বিরোধী অভিযোগ উঠেছে। সরেজমিনে এলাকাবাসির সাথে কথা বলে জানা যায়, প্রতিবন্ধী ভাতার টাকা আত্মাসাতের মত কোন ঘটনা লাবসা ইউনিয়নের ঘটেইনি। এ নিয়ে একটি সংবাদও প্রকাশিত হয়। দক্ষিন দেবনগর গ্রামের আফছার আলী বলেন, প্রকাশিত সংবাদে উল্লেখিত মামুন ও তার মাতা মর্জিনা খাতুন দু’জনেই প্রতিবন্ধী। মর্জিনা আমার বোন এবং মামুন আমার ভাগ্নে। সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম নিজে লাবসা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং তার ভাই সরদার সিরাজুল ইসলাম ৪নং ওয়ার্ডের মেম্বর আসাদুলের প্রতিদ্ব›দ্বী। যে কারণে তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে সুচতুর আসাদুল মেম্বর কৌশলে দুইজন প্রতিবন্ধীদের ব্যবহার করে সরদার নজরুল ইসলামের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ উত্থাপন করেছে। অত্র ইউনিয়নের প্রকৃত ত্যাগী বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক সরদার নজরুল এবং তার পরিবার। 8,952,895 total views, 8,645 views today |
|
|
|