নিজস্ব প্রতিনিধি : আগামী ২২ সেপ্টেম্বর সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কমিশনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তানজিল্লুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন প্রার্থীরা। প্রথমে জেলা ক্রীড়া ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী এ.কে.এম আনিছুর রহমানসহ পরিষদের সদস্যবৃন্দ ও বলাকা ক্রীড়া চক্রের সদস্যবৃন্দের উপস্থিতিতে নির্বাচন কমিশন বরাবর মনোনয়নপত্র দাখিল করা হয়। পরে স্বাধীনতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ মনোনয়নপত্র দাখিল করেন।
নির্বাচন কমিশন অফিস সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন উপলক্ষে দুইটি প্যানেলে সর্বমোট ৫৩টি মনোনয়নের আবেদন পাওয়া গেছে। এর মধ্যে একটি প্যানেলে আবেদন আছে ২৭টি এবং অপর প্যানেলে ২৬টি আবেদন জমা হয়েছে। নির্বাচন কমিশন সূত্র আরও জানায়, আগামী ৬ সেপ্টেম্বর মনোনয়ন যাচাই-বাছাই এবং ৭ সেপ্টেম্বর চুড়ান্ত বৈধ তালিকা প্রকাশ করা হবে। এছাড়া মনোনয়ন প্রত্যাহারের জন্য ৯ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে।