সেপ্টেম্বর ১৮, ২০২০
সরসকাটি দাখিল মাদ্রাসায় নিয়োগ বাণিজ্যের অভিযোগ: নাটকীয় পরীক্ষা হয়নি
মাজহারুল ইসলাম : কলারোয়া উপজেলার সরসকাটি দাখিল মাদ্রাসায় নৈশ প্রহরী ও আয়া পদে লোক নিতে প্রায় ২৫ লক্ষাধিক টাকা নিয়োগ বাণিজ্যের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা শহরের বাঁকালে দারুল হাদিস আহম্মাদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নিয়োগ বাণিজ্যের বিষয়ে সাংবাদিকরা সংশ্লিষ্ট শাখায় খোঁজ খবর নিলে কর্তৃপক্ষের টনক নড়ায় কোন ঘোষণা ছাড়াই নাটকীয় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ফলে সকাল থেকে অপেক্ষমান পরীক্ষার্থীরা মাদ্রাসার সুপার ও নিয়োগ কমিটির কাউকে না পেয়ে নিরাশ হয়ে পরীক্ষা কেন্দ্র থেকে ফিরে যান। নৈশ প্রহরী পদে পরীক্ষা দিতে আসা প্রার্থী মো. আব্দুল জলিল জানান, ‘সরসকাটি মাদ্রাসায় নৈশ প্রহরীর নিয়োগ বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলাম। এরপর হঠাৎ গতকাল বৃহস্পতিবার (পরীক্ষার পূর্বের দিন ১৭ সেপ্টেম্বর) রাত ৭টার পরে আমার বাসায় একটা চিঠি পাঠানো হয় এবং জানানো হয় কাল সকাল ১০ টায় সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে’। আয়া পদের প্রার্থী মোছা. তনুজা খাতুন কাকলীও একই কথা জানান। তারা আরও জানান, ‘সকালে পরীক্ষা হবে রাতে আমাদের জানানো হয়েছে। পরীক্ষার আগের রাতে সময়সূচি জানানো হয় এমনটা আগে কখনো দেখিনি বা শুনিনি। যে কোন পরীক্ষা দেওয়ার আগে মানসিক প্রস্তুতির একটা বিষয় থাকে। এখন বুঝতে পারছি এটা নাটকীয় পরীক্ষা ছাড়া কিছুই না’। তবে সকাল ১০ টায় সরসকাটি মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার আব্দুর রশিদ পরীক্ষা কেন্দ্রে উপস্থিত না থাকায় তাকে ফোন দিলে তিনি জানান আমি পথিমধ্যে আছি কেন্দ্রে আসছি। তবে পরে তিনি আর পরীক্ষা কেন্দ্রে আসেননি। পরবর্তীতে তাকে ফোন দিলে তিনি ফোনটি বন্ধ করে রাখেন। এদিকে পরীক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার জন্য কর্তৃপক্ষের অপেক্ষায় দীর্ঘ সময় অতিবাহিত করেও কর্তৃপক্ষের কোন খোঁজ না পেয়ে অবশেষে দুপুর সাড়ে বারোটার দিকে চলে যান। পরীক্ষা কেন্দ্রে থাকা সরসকাটি মাদ্রাসা কমিটির বিদ্যুৎসাহী সদস্য আব্দুল খালেক জানান, আজ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা আছে তাই আমি এখানে এসেছি। কয়েকজন পরীক্ষার্থীরাও এসেছে পরীক্ষা দিতে। তিনি আরও জানান, নৈশ প্রহরী পদের বিপরীতে ১০ জন আবেদন করেছে এবং আয়া পদের বিপরীতে ৭ জন আবেদন করেছে। সাতক্ষীরার দারুল হাদিস আহম্মাদিয়া সালাফিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার গোলাম সরোয়ার জানান, ‘আমাদের মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এখান থেকে ৩দিন আগে সরসকাটি মাদ্রাসা থেকে আমাদের জানানো হয়েছে’। 8,027,292 total views, 1,085 views today |
|
|
|