Site icon suprovatsatkhira.com

সরকারি বরাদ্দের গৃহ নির্মাণ কাজ পরিদর্শনে সদর ইউএনও দেবাশীষ চৌধুরী

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে বরাদ্দকৃত ১০টি গৃহের নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের নির্দেশনায় সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে ফিংড়ী ইউনিয়নের গাভা, ব্যাংদহা ও বৈকারী ইউনিয়নের কাথন্ডা এলাকায় সরকারের বরাদ্দকৃত এসব গৃহের নির্মাণ কাজ পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী। নির্মাণ কাজ পরিদর্শন শেষে নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী জানান, ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জন্য বরাদ্দকৃত গৃহ নির্মাণে কোন প্রকার ত্রæটি বিচ্যুতি হচ্ছে কি’না তা দেখতে প্রতিনিয়তই তদারকি করা ও আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ১০টি ঘর আমরা খুব অল্প সময়ের মধ্যে সুবিধাভোগীদের মাঝে বুঝিয়ে দিতে পারব’। গৃহ নির্মাণ কাজ পরিদর্শনকালে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version