Site icon suprovatsatkhira.com

সদর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উক্ত পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। নবগঠিত সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাজান আলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এস.এম শওকাত হোসেন। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ হারুনার রশিদ, নবগঠিত সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান আসাদুজ্জামান অছলে, আব্দুল কাদের, ফারুক হোসেন, অ্যাড. সামিউল ফেরদৌস পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাছিম, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাছুম, প্রভাষক হাসান মাহমুদ রানা প্রমুখ। আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তার আতœার মাগফেরত কামনা করে দোয়া করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version